করোনায় বিশ্বে ৩১ লাখ প্রাণহানী

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৪, ২০২১
০৪:০৭ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৪, ২০২১
০৪:০৭ অপরাহ্ন



করোনায় বিশ্বে ৩১ লাখ প্রাণহানী

করোনার বৈশ্বিক সংক্রমণ ১৪ কোটি ৬২ লাখ ৬৬ হাজার ৭১৯ জনে দাঁড়িয়েছে

মহামারি করোনা ৩১ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা কয়েক দিন আগেই সাড়ে ১৪ কোটি ছাড়িয়েছে।

পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের বাংলাদেশ সময় শনিবার দুপুর ১২টার তথ্য অনুযায়ী, করোনায় সারা বিশ্বে মারা গেছে ৩১ লাখ ২৪ জন। এর আগে ১৬ এপ্রিল মৃতের সংখ্যা ৩০ লাখ ছাড়ায়। অর্থাৎ, সর্বশেষ আট দিনে মারা গেছে ১ লাখ মানুষ।  

করোনার বৈশ্বিক সংক্রমণ ১৪ কোটি ৬২ লাখ ৬৬ হাজার ৭১৯ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত সেরে উঠেছেন ১২ কোটি ৪০ লাখ ৬৪ হাজার ৫৮৩ জন।

এ দিকে কভিড-১৯ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ২৭ লাখ ৩৫ হাজার ৭০৪ জন ও মারা গেছে ৫ লাখ ৮৫ হাজার ৭৫ জন। আক্রান্তের দিক থেকে এরপরই ভারতের অবস্থান। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে নাকাল দেশটিতে এ পর্যন্ত  ১ কোটি ৬৬ লাখ ১০ হাজার ৪৮১ জন আক্রান্ত হয়েছে, মারা গেছে ১ লাখ ৮৯ হাজার ৫৪৯ জন।

আক্রান্তে তৃতীয় হলেও প্রাণহানিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। আক্রান্ত ১ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ১১০ ও মারা গেছে ৩ লাখ ৮৬ হাজার ৬২৩ জন।

চতুর্থ অবস্থানে থাকা ফ্রান্সে ৫৪ লাখ ৪০ হাজার ৯৪৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, মারা গেছে ১ লাখ ২ হাজার ৪৯৬ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছে ৪৭ লাখ ৪৪ হাজার ৯৬১ জন ও মারা গেছে ১ লাখ ৭ হাজার ৫০১ জন মানুষ।

এ দিকে বাংলাদেশে এ পর্যন্ত মোট ৭ লাখ ৩৯ হাজার ৭০৩ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। মারা গেছেন ১০ হাজার ৮৬৯ জন।

বিএ-০৫