শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ২৪, ২০২১
০৯:০৮ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৪, ২০২১
০৯:০৮ পূর্বাহ্ন
শায়েস্তাগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।
জানা গেছে, শনিবার (২৪ এপ্রিল) রাত আড়াইটার দিকে এ উপজেলার তালুগড়াই - মড়রাগামী রাস্তায় ২ নং ব্রীজের নিচে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তারা ।
আটককৃতরা হল-হবিগঞ্জ সদর উপজেলার ভাটি শৈলজুড়া গ্রামের মৃত খলিল মিয়ার পুত্র রনি মিয়া ( ২৭ ) , শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামের ওসমান আলীর পুত্র নাছিম মিয়া ( ৩৫ ) , পুরাসুন্দা গ্রামের আলমগীর মিয়ার পুত্র সুজন মিয়া ( ২৮ ) ।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনর্চাজ ( ওসি ) অজয় চন্দ্র দেব জানান- ডাকাতরা মড়রা এলাকায়সহ ঢাকা সিলেট মহাসড়কে ডাকাতির করার জন্য মড়রাগামী রাস্তায় ২ নং কালভার্টের নিচে অবস্থান করছে এমন গােপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন ডাকাতকে আটক করা হয় ।
এসময় তাদের কাছ থেকে স্টিলের তৈরী ধারালো টিপ ছুরি , ধারালো রামদা , লোহার তৈরী ছোরা , লোহার তৈরী চিমটি ও লোহার রড উদ্ধার করা হয়েছে । তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।
এস ডি/বি এন-০২