ভ্যাকসিনের তৃতীয় ডোজ নিলেন সেই আয়ান হায়ডন

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৪, ২০২১
০৫:৪৫ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৪, ২০২১
০৫:৪৫ অপরাহ্ন



ভ্যাকসিনের তৃতীয় ডোজ নিলেন সেই আয়ান হায়ডন

এক বছর আগে মডার্নার করোনা ভ্যাকসিনের তুলনামূলক বেশি পাওয়ারের ডোজ নেয়া আয়ান হায়ডন বুস্টার শট হিসেবে তৃতীয় ডোজ নিয়েছেন।

আয়ান এই এক বছরে তার অ্যান্টিবডির লেভেল নিয়ে বহুবার আলোচনায় এসেছেন। তার শরীরে পরীক্ষামূলক যে ভ্যাকসিন দেয়া হয়েছিল, সেটির পাওয়ার অন্যদের থেকে বেশি ছিল।

বিজনেস ইনসাইডার জানিয়েছে, ট্রায়ালের সঙ্গে যুক্ত কর্মকর্তারা আয়ানকে ৬০ জনের একটি এলিট গ্রুপে রেখেছেন, যাদের তৃতীয় শট দেয়া হচ্ছে।

আয়ান তার প্রথম ডোজের স্মৃতি মনে করে বলেন, ‘গত বছর এপ্রিলে প্রথম ডোজ নেয়ার পর হাতে ব্যথা হয়েছিল। এখন মানুষ যে পাওয়ারের ভ্যাকসিন নিচ্ছেন, আমারটা তার থেকে বেশি ছিল।’

‘দ্বিতীয় ডোজের পরও হাতে ব্যথা হয়েছিল। ১২ ঘণ্টা পর জ্বর এসেছিল। ১০৩ ডিগ্রি উঠেছিল তাপমাত্রা।’

মাঝরাতে তীব্র জ্বরের পাশাপাশি মাথাব্যথা, শরীর ব্যথা হয়েছিল। এক পর্যায়ে তিনি জরুরি নম্বরে কল দিতে বাধ্য হন।

পরে তাকে জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

মডার্না জানিয়েছে, আয়ানের অভিজ্ঞতা বেশ কষ্টের ছিল। কিন্তু তার জন্যই পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে ভালো ধারণা পাওয়া গেছে।

বি এন -০৫