নবীগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ২৪, ২০২১
০৩:৪৬ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৪, ২০২১
০৩:৪৬ অপরাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের গুঙ্গিয়াজুড়ি হাওরের রাস্তায় সুইচ গেট সংলগ্ন স্থানে ঘুমন্ত অবস্থায় কিশোর মো. সানির (১৪) প্রাণ কেড়ে নিয়েছে ঘাতক ট্রাক্টর। ঘটনাটি ঘটেছে শনিবার (২৪ এপ্রিল) বিকেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের চানপুর গ্রামের কিশোর সানি মাছ ধরতে স্থানীয় গুঙ্গিয়াজুরি হাওরে যায়। এ সময় প্রচন্ড রোদ থাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের নিচে ছায়ায় ঘুমিয়ে পড়ে সে। একপর্যায়ে অপর একটি ট্রাক্টর দাঁড়িয়ে থাকা ট্রাক্টরটিকে ধাক্কা দিলে ঘুমন্ত কিশোর সানি ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে থানার এসআই মৃদুল দাশের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে কিশোরের লাশ উদ্ধার করেন। এ সময় ঘাতক ট্রাক্টর দু'টি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
জানা গেছে, পিতা-মাতার একমাত্র ছেলে কিশোর মো. সানির বাবা রুকুম উদ্দিন কয়েকবছর আগে মারা গেছেন। পালক পিতা আঙ্গুর মিয়ার তত্ত্বাবধানে লালিত-পালিত হয় সানি।
এএম/আরআর-০৪