মাধবপুর প্রতিনিধি
এপ্রিল ২৪, ২০২১
০৩:৫১ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৪, ২০২১
০৩:৫১ অপরাহ্ন
হবিগঞ্জের মাধবপুরে নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৪ এপ্রিল) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, মাধবপুর উপজেলার রাজনগর গ্রামের আক্কাস আলীর ছেলে মিশু মিয়া ও নরসিংদী জেলার রায়পুরা থানার বাহিরচড়া গ্রামের মনির মিয়ার স্ত্রী সুমা আক্তার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার মঙ্গলপুর এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।
এ সময় মাধবপুর থানার একদল পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। পরে উদ্ধারকৃত গাঁজাগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসএম/আরআর-০৫