শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ২৫, ২০২১
০৮:৪৯ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৫, ২০২১
০৮:৫১ পূর্বাহ্ন
সরকারের নির্দেশনা অনুযায়ী আজ থেকে সারাদেশের সব ধরনের শপিং মহল স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা রাখতে পারবে।
সরকারের দ্বিতীয় দফা লকডাউনে টানা ১১ দিন পরে খুলেছে দোকানগুলো। যদিও লকডাউন ২৮ তারিখ পর্যন্ত চলমান থাকবে, তবুও ব্যবসায়ীরা দোকান খোলা রাখতে পারবেন।
শায়েস্তাগঞ্জে ও দোকানপাট খুলেছেন ব্যবসায়ীরা। কিন্তু একটানা লকডাউনের প্রভাব পড়েছে ব্যবসায়।
সময়মত দোকান খুলে বসে থাকলে ও বেচাকেনা নেই বললেই চলে। তবে সময়ের সাথে সাথে আর সামনে রোজা ঈদকে কেন্দ্র করে আবারও প্রাণ ফিরবে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতে বলে আশাবাদী ব্যবসায়ীগণ।
সরেজমিনে দেখা গেছে, লকডাউনের কারণে দোকানগুলোতে নতুন মাল আসেনি, পুরাতন মাল দিয়েই দোকান সাজিয়েছেন মালিকরা।
তবে, ঈদ উপলক্ষে নতুন মাল আবারও দোকানে তুলবেন তারা। শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরের আলফাজ শপিং সেন্টারের ম্যানেজার মো. ইকবাল মিয়া বলেন, দোকান খুলেছি সকাল ১০ টায়, দেড় ঘন্টায় ও কোন কাস্টমার আসেনি।
হয়তো বিকেলের দিকে ক্রেতারা আসবেন বলে আশা করছেন তিনি। ইকবাল মিয়া আরো জানান, দোকান খুলতে না পেরে তারা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন, কর্মচারীদের বেতন দিতে ও হিমশিম খেতে হচ্ছে।
অলিপুরের ড্রিম ফ্যাশনের প্রোপাইটর মো. কামরুল তালুকদার জানান, দোকানে মালামাল রয়েছে পর্যাপ্ত, কিন্তু ক্রেতা নেই। আর কিছুদিন পরে শ্রমিকদের বেতন ভাতা হবে, তখন বেচাকেনা বাড়বে বলে তিনিও আশাবাদ ব্যক্ত করেন।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির (ব্যকস) সভাপতি আবুল কাসেম শিবলু বলেন, ‘আজকে থেকে দোকানপাট খোলা আমরা পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি। শায়েস্তাগঞ্জের ব্যবসায়ীদেরকে আমরা এখনো কোন নির্দেশনা দেইনি। তবে, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ করে আমরা সিদ্ধান্ত দেব।’
এস ডি/বি এন-০৩