শায়েস্তাগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ৯ জনকে জরিমানা

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ২৫, ২০২১
০৯:৩২ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৫, ২০২১
০৯:৩৩ অপরাহ্ন



শায়েস্তাগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ৯ জনকে জরিমানা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে স্বাস্থবিধি না মানায় ৯ ব্যক্তিকে ২ হাজার ৮শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ।

রবিবার (২৫ এপ্রিল) দুপুরে শায়েস্তাগঞ্জ পৌরএলাকার দাউদনগর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ মিনহাজুল ইসলাম। 

এ সময় শপিংমল, কাপড়, কসমেটিকসহ বিভিন্ন দোকানপাঠ পরিদর্শন করেন তিনি। সকল ব্যবসায়ীকে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান তিনি। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম বলেন , শপিংমলসহ বিভিন্ন ধরনের দোকানপাঠ খুলেছে। তাই ব্যবসায়ীসহ ক্রেতাদের কে সচেতনতা বাড়াতে অভিযান পরিচালনা করা হয়েছে। আর ব্যবসায়ীদের সর্তক করে দেয়া হয়েছে। কোন ভাবেই সরকারি নির্দেশনা লঙ্ঘন করা যাবেনা। 

অভিযানে সার্বিক সহযোগিতা করেন র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ সিপিসি-১ এর একটি দল।

এস ডি/বি এন-০৭