মাধবপুর প্রতিনিধি
এপ্রিল ২৬, ২০২১
০৪:০৪ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৬, ২০২১
০৪:০৪ অপরাহ্ন
হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ এপ্রিল) উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন এ দণ্ডাদেশ দেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শাহজাহান মুন্সী (২০) ও আবুল কালাম (৩০)। তাদের মধ্যে শাহজাহান মুন্সীকে একমাসের কারাদণ্ড ও আবুল কালামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার উপজেলার সোনাই নদী থেকে বালু উত্তোলন ও বহরা ইউনিয়নের কাশিমনগর রেলগেট এলাকায় অবৈধভাবে বালু বিক্রির দায়ে শাহজাহান মুন্সী ও আবুল কালামকে আটক করা হয়। পরে তাদের এ দণ্ডাদেশ দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন বলেন, 'এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'
এসএম/আরআর-০৩