শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ২৭, ২০২১
০৪:৪৭ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৭, ২০২১
০৪:৪৭ পূর্বাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ৪১ জনকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ এপ্রিল) দুপুরে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দাউদনগর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মিনহাজুল ইসলাম।
এ সময় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করা এবং মাস্ক পরিধান না করায় সংক্রমণ রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন), ২০১৮ এর ২৫ (২) ধারা অনুযায়ী ৪১টি মামলায় ১২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মিনহাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, স্বাস্থ্যবিধিতে সরকার কঠোর অবস্থানে। স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও নিষেধাজ্ঞা অমান্য করলে জেল-জরিমানা করা হবে।
অভিযানে সার্বিক সহযোগিতা করে র্যাব-৯ শায়েস্তাগঞ্জ সিপিসি-১ এর একটি দল।
এসডি/আরআর-০৫