নবীগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ২৭, ২০২১
০৯:৩৫ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৭, ২০২১
০৯:৩৭ অপরাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামলীপাড় গ্রামের আইন উদ্দিন (২৬) নামের এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্রগ্রামে মৃত্যু বরণ করেছে।
সে ওই গ্রামের ময়না মিয়া ওরফে কাঁচা মিয়ার পুত্র।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, আইন উদ্দিন বিগত কয়েক বছর ধরে চট্রগ্রাম নগরীতে রাজমিস্ত্রীর কাজ করে আসছিলেন।
গত রবিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১০ টার সময় নির্মানাধীন দালান ঘরে অসাবধানতাবশত সে বিদ্যুতের মেইন তারে জড়িয়ে পড়ে। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
মৃত্যুর সংবাদ তার বাড়ীসহ এলাকায় এসে পৌঁছলে মা বাবা ও আত্মীয় স্বজনের কান্নায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
পারিবারিক সূত্র আরো জানায়, রাতে নিজ বাড়িতে লাশ আসার পর জানাজার নামাজ শেষে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।
এ এইচ/বি এন-০৫