নবীগঞ্জে ভুয়া চিকিৎসককে জেল ও জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ২৭, ২০২১
০২:৩৭ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৭, ২০২১
০২:৩৭ অপরাহ্ন



নবীগঞ্জে ভুয়া চিকিৎসককে জেল ও জরিমানা

হবিগঞ্জের নবীগঞ্জ শহরের হাসপাতাল সড়কে এক ভুয়া চিকিৎসককে ১ মাসের জেল এবং ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন আহমদ। এ সময় তাকে সহযোগিতা করেন টেন টেস্ট ডা. মো. আল আসিফ আবেদীন ও নবীগঞ্জ থানার এসআই মৃদুল ভৌমিকসহ একদল পুলিশ।

জানা গেছে, চিকিৎসা করতে গিয়ে চৌধুরী মুস্তাফিজুর রহমান (৩৩) নামের এক ভুয়া চিকিৎসকের অপচিকিৎসায় বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্যের ৩টি দাঁত নষ্ট হয়ে যায়। দাঁত নষ্ট হওয়ার কারণ জানতে চাইলে ওই ভুয়া চিকিৎসক ভুক্তভোগীর সঙ্গে খারাপ ব্যবহার করে চেম্বার থেকে বের করে দেন। এর প্রেক্ষিতে ওই ভুক্তভোগী নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দেন।

অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় দেখা যায় অভিযুক্ত চিকিৎসক ভুয়া। এ সময় তাকে ২০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত মুস্তাফিজুর রহমান নবীগঞ্জ উপজেলার পুরানগাঁও গ্রামের মৃত আতাউর রহমান চৌধুরীর ছেলে। তিনি নবীগঞ্জ শহরের হাসপাতাল সড়কের ঘুরী ভিলায় 'নবীগঞ্জ ডেন্টাল কেয়ার' নামের একটি দাঁতের চিকিৎসালয় পরিচালনা করে আসছিলেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন, 'অভিযোগের ভিত্তিতে আমরা এখানে অভিযান পরিচালনা করেছি। অভিযান পরিচালনা করার পর মুস্তাফিজুরের কাছে সঠিক কাগজপত্র না থাকায় তাকে ১ মাসের জেল ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।'

 

এএম/আরআর-০২