সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৮, ২০২১
০৭:১৬ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৮, ২০২১
০৭:১৬ অপরাহ্ন
বুধবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের আসাম ও পশ্চিমবঙ্গের একাধিক জেলা। অনুভূত হয় বাংলাদেশেও।
রিখটার স্কেলে ৬.৪ মাত্রার এই ভূমিকম্পে আসামের বাড়ি ও রাস্তায় ফাটল দেখা যায়। এমনকি ভেঙে পড়েছে একটি পাহাড়ের অংশও।
ভারতীয় গণমাধ্যম জানায়, আসামের উদলগিরি জেলায় অরুণাচল প্রদেশ ও ভুটান সীমান্তে অবস্থিত ভৈরবকুণ্ড পাহাড়ের একটি অংশ ভেঙে পড়েছে প্রবল কম্পনে। সেই ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, ধীরে ধীরে পাহাড়ের একটি অংশ ভেঙে পড়ছে। মুহূর্তের মধ্যে এই ভিডিও ছড়িয়ে পড়ে নেট মাধ্যমে।
বুধবার ভারতীয় সময় সকাল ৭টা ৫১ মিনিটে শোণিতপুরে প্রথম কম্পন অনুভূত হয়। গুয়াহাটির কাছে শোণিতপুরে ভূপৃষ্ঠের থেকে ২১.৪ কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎসস্থল বলে জানা গেছে। তারপর ৭টা ৫৪ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং প্রভৃতি জেলায়।
এ ছাড়া মালদহ, মুর্শিদাবাদ ও দক্ষিণের কিছু জেলাতেও কম্পন অনুভব করেন বাসিন্দারা। কলকাতাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে বলে খবর।
এ দিকে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। তবে কোনো ক্ষয়-ক্ষতির খবর জানা যায়নি।
বিএ-০৪