নবীগঞ্জে কিশোরীকে যৌন হয়রানি, যুবকের কারাদণ্ড

নবীগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ২৯, ২০২১
০৪:১৯ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৯, ২০২১
০৪:১৯ অপরাহ্ন



নবীগঞ্জে কিশোরীকে যৌন হয়রানি, যুবকের কারাদণ্ড

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের তাজপুর গ্রামে এক কিশোরীকে একা পেয়ে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সুলতান মিয়াকে (২৬) কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, অভিযুক্ত সুলতান ওই কিশোরীর সম্ভ্রমহানির চেষ্টা করলে তার চিৎকারে এলাকাবাসী ও লোকজন ছুটে এসে সুলতান মিয়াকে হাতেনাতে আটক করেন। গ্রামবাসী তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইলে ফোন করে ঘটনাটি অবহিত করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিচারকার্য সম্পন্ন করেন। এ সময় সকল ঘটনা সন্দেহাতীতভাবে উদঘাটিত ও প্রমাণিত হওয়ায় সুলতান মিয়াকে দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারার অপরাধে ১০ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত সুলতান ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমেত গ্রামের মৃত আব্দুস ছালামের পুত্র।

এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করে নবীগঞ্জ থানার এসআই অভিতাব দাশের নেতৃত্বে একদল পুলিশ।

 

এএম/আরআর-০৮