হামলার ঘটনায় কাউন্সিলরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ২৯, ২০২১
০৫:২৩ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৯, ২০২১
০৫:২৭ অপরাহ্ন



হামলার ঘটনায় কাউন্সিলরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

যুবরাজ গোপ

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে পূর্ববিরোধের জের ধরে গত সোমবার (২৬ এপ্রিল) রাতে একদল দুর্বৃত্তের হামলায় বিজিত দাশ মেটন (৩৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হওয়ার ঘটনায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক যুবরাজ গোপসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন আহত বিজিত দাশ মেটনের স্ত্রী সুপ্রিয়া রানী দাশ। বিজ্ঞ আদালত মামলাটি এফআইআর হিসেবে গণ্য করে রুজু করার জন্য নবীগঞ্জ থানার ওসিকে নির্দেশ প্রদান করেছেন।

আহত বিজিত দাশ মেটন গয়াহরি গ্রামের বিরেন্দ্র দাশ ঝাড়ুর ছেলে। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের ফতেহপুর গ্রামের রাবন দাশের ছেলে জ্যোতিষ দাশ প্রায় ৫/৬ বছর আগে পৌর এলাকার গয়াহরি গ্রামে নিজস্ব ভূমি ক্রয় করে স্থায়ীভাবে বসবাস করে আসছেন। জ্যোতিষ দাশ ও বিজিত দাশ মেটনের মধ্যে বিভিন্ন বিষয়ে নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে নবীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সস্পাদক যুবরাজ গোপ, একই গ্রামের উৎপল দাশ ও লিপ্টু দাশসহ ৫/৬ জন গত সোমবার সন্ধ্যায় জ্যোতিষ দাশের বাড়িতে গোপন বৈঠক করে বিজিত দাশের ওপর হামলার পরিকল্পনা করেন। একপর্যায়ে রাত সোয়া ৭টার দিকে বিজিত দাশ মেটন স্থানীয় হাওরে ধান কাটা শেষ করে বাড়িতে ফেরার পথে জ্যোতিষ দাশের বাড়ির সামনে যাওয়ামাত্র পূর্ব থেকে ওত পেতে থাকা জ্যোতিষ দাশ, কাউন্সিলর যুবরাজ গোপ, উৎপল দাশ, লিপ্টু দাশসহ ৫/৬ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাতে ক্ষতবিক্ষত করে। আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মুমূর্ষু অবস্থায় বিজিত দাশ মেটনকে উদ্ধার করেন এবং জ্যোতিষ দাশকে তার ঘরে ঘেরাও করে রাখেন।

খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল থেকে জ্যোতিষ দাশকে আটক করে থানায় নিয়ে যায়। গত মঙ্গলবার (২৭ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। 

এদিকে, আহত বিজিত দাশ মেটনের অবস্থার আশঙ্কাজনক বলে জানিয়েছে তার পরিবার। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) পর্যন্ত বিজিত দাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞান অবস্থায় রয়েছেন বলে জানান তারা।

 

এএম/আরআর-১০