নবীগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে আহত ২০

নবীগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ২৯, ২০২১
০৫:৪৭ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৯, ২০২১
০৫:৪৭ অপরাহ্ন



নবীগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে আহত ২০

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিচকিনপুর ও রোদরপুর দুই গ্রামবাসীর মধ্যে পাওনা টাকা চাওয়ার ঘটনা নিয়ে হামলা-পাল্টা হামলায় নারীসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (২৮ এপ্রিল) বিকেলে এ হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আদিক মিয়া (৮০), বাসীম মিয়া (৩৫) ও রুমেল মিয়াকে (১২) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হামলায় অন্য আহতরা হলেন- আছেন, মিচকিনপুর গ্রামের আলেখা বেগম (৪৫), মনসুর মিয়া (২৫), গ্রাম পুলিশ হাবিবুল্লাহ (৬০), সিজান মিয়া (২০), রোশনা বেগম (৪০), সমরুদ্দিন (৫৫), জামাল মিয়া (২২), হাশেম মিয়া (৩৫), রোদরপুর গ্রামের বেলাল মিয়া (৩০), সুমেল মিয়া (২৮), রুহেল মিয়া (৩২) ও হামিদ মিয়া (৩৬)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার আউশকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রোদরপুর গ্রামের মুকিত মিয়ার কাছে একই ইউনিয়নের মিচকিনপুর গ্রামের আব্দুল শহীদের ছেলে কিশোর হাদী মিয়া বুধবার ইফতারের পূর্বমুহূর্তে তার কাজের মজুরি বাবদ ৪ হাজার টাকা চাইতে যান। এতে মুকিদ মিয়া ক্ষিপ্ত হয়ে হাদী মিয়াকে বেধড়ক মারধর করেন। হাদী মিয়ার আত্মীয়-স্বজন এর কারণ জানতে চাইলে তাদের ওপরও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে নারী ও গ্রাম পুলিশসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।

এ ঘটনায় এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। আবারও যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

 

এএম/আরআর-১২