নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের দাফন সম্পন্ন

নবীগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ২৯, ২০২১
০৫:৫৭ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৯, ২০২১
০৫:৫৭ অপরাহ্ন



নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের দাফন সম্পন্ন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাসিন্দা সাংবাদিক মুহিতুর রহমান রনির পিতা বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ছেলে-মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের প্রথম জানাজার নামাজ নবীগঞ্জের ওসমানী রোডস্থ শাহী ঈদগাহ ময়দানে বেলা ৩টায় অনুষ্ঠিত হয়েছে। পরে বাদ আছর মরহুমের গ্রামের বাড়ি পৌর এলাকার নহরপুর গ্রামে ২য় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন গার্ড অব অনার দিয়ে রাষ্ট্রীয় সম্মান প্রদান করে। রাষ্ট্রীয় মর্যাদা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে জানাজার নামাজে অংশগ্রহণ করেন, উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাবেক প্যানেল মেয়র-১ এ টি এম সালাম প্রমুখ।

এদিকে, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক শোকবার্তায় মরহুমের পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।

 

এএম/আরআর-১৩