শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ৩০, ২০২১
০৯:৩৯ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ৩০, ২০২১
০৯:৩৯ পূর্বাহ্ন
টানা লকডাউন ও করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করায় কঠিন সময় পার করছেন নিম্ন আয়ের মানুষ। খেয়ে না খেয়ে অসহায়ত্ব মেনে নিয়েই পালন করছেন সিয়াম।
এমন বাস্তবতায় গতবছরের ন্যায় এবারও শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের ব্যতিক্রমধর্মী সামাজিক সংগঠন সুতাং জাগরণী সংসদ নিম্নবিত্তদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে এক পরিবারের একদিনের খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
শুক্রবার (৩০ এপ্রিল) দুপুর ২ টায় খাদ্যবিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সাধারণ মানুষ সামান্য সহযোগিতা পেয়ে তাদের চোখে মুখে যেন তৃপ্তির হাসি দেখা গেছে, এতে করেই বুঝা যায় মানুষ কতটা দুঃসময়ের মাঝে দিন পার করছে।
এ বিষয়ে সুতাং জাগরণী সংসদের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান ডিউক বলেন, ‘এই করোনা মহামারীতে যার যার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানো উচিত। আমরা আমাদের সাধ্যমতে এই কঠিন সময়ে মানুষকে সহযোগিতা করার চেষ্টা করেছি। আমাদের এই অনুষ্ঠানে দেশ বিদেশ থেকে অনেকেই সহায়তা করেছেন, তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আশা করব, আমাদের খাদ্যবিতরণ কর্মসূচি দেখে এলাকার অন্যান্য সামাজিক সংগঠন ও বিত্তশালীবানরা অসহায় মানুষের পাশে দাড়াবেন।
সুতাং জাগরণী সংসদের খাদ্য বিতরণ কর্মসূচিতে সহযোগিতা করেছেন সুদুড় ফ্রান্স থেকে শ্রীপদ দাশ, ইউকে থেকে কামাল চৌধুরী, বিশিষ্ট চাকুরীজীবি সৈয়দ উজ্জ্বল আহমেদ, উপজেলা শ্রমিকলীগের যুগ্ন আহব্বায়ক মোঃ সেলিম মিয়া, কামাল ট্রান্সপোর্টের স্বত্তাধিকারী মোঃ কামাল মিয়া, মা টেলিকমের স্বত্তাধিকারী মোঃ নাজিম উদ্দীন সুজন, মোশারফ চৌধুরী রফু, ইসমাঈল হোসেন এলিন, মোঃ কামরুল হোসেন প্রমুখ।
এস ডি/বি এন-০১