শায়েস্তাগঞ্জে মাস্ক না পরায় ২৪ জনকে জরিমানা

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ৩০, ২০২১
০৪:৩৬ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ৩০, ২০২১
০৪:৩৬ অপরাহ্ন



শায়েস্তাগঞ্জে মাস্ক না পরায় ২৪ জনকে জরিমানা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে স্বাস্থ্যবিধি অমান্য ও মাস্ক না পরায় ২৪ জনকে ৩ হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সার্বিক সহযোগিতা করে র‍্যাব-৯ শায়েস্তাগঞ্জ সিপিসি-১ এর একটি দল।

শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মিনহাজুল ইসলাম।

এ সময় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করা এবং মাস্ক পরিধান না করায় সংক্রমণ রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন) ২০১৮ এর ২৫ (২) ধারা অনুযায়ী ২৪টি মামলায় ৩ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়। 

শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মিনহাজুল ইসলাম শুক্রবার রাতে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও নিষেধাজ্ঞা অমান্য করলে জরিমানা গুনতে হবে। স্বাস্থ্যবিধি লঙ্ঘনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

 

এসডি/আরআর-০৮