রাজনগরে আগুনে পুড়লো চার পরিবারের স্বপ্ন

রাজনগর প্রতিনিধি


মে ০১, ২০২১
১০:১৬ অপরাহ্ন


আপডেট : মে ০১, ২০২১
১০:৪৫ অপরাহ্ন



রাজনগরে আগুনে পুড়লো চার পরিবারের স্বপ্ন

মৌলভীবাজারের রাজনগরে অগ্নিকান্ডে চারটি পরিবারের টিনের তৈরী বসতঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শনিবার (১ মে) সকাল ৮ টায় রাজনগর উপজেলার সোনাটিকি গ্রামের ইলিয়াছ মিয়ার বাড়িতে  এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীদের সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রথমে ইলিয়াছ মিয়ার ঘরে আগুন লাগে। মুহুর্তে  ছড়িয়ে পড়লে পাশের আব্দুল অহাদ মিয়া, হুরমত মিয়া, ছালিক মিয়ার ঘরও পুড়ে যায়।

ঘরের মালিক ইলিয়াছ মিয়া  জানান, প্রথমে বৈদ্যুতিক মিটারে বিকট শব্দ হয়, এরপরই  আগুন লেগে যায়। আগুনে আমার ঘর ও ঘরের আসবাবপত্র ও ধান চালসহ নগদ ১০ হাজার  টাকা পুড়ে গেছে।

আগুন ছড়িয়ে পড়লে পাশবর্তী আব্দুল আহাদ মিয়া, হুরমত মিয়া, ছালিক মিয়ার ঘরও পুড়েছে। সবার ঘরে রাখা ধান চাল, আসবাবপত্র পুড়েছে। 

ফায়ার সার্ভিস রাজনগর স্টেশনের কর্মকর্তা আলী হেসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। ক্ষতির পরিমাণ পরিবারের  লোকজনের দাবী অনুযায়ী ৫ লাখ টাকা হবে। আমরা এখনও হিসেব করিনি।  

এফএইচ/বিএ-০৫