শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
মে ০৫, ২০২১
১০:৪৪ পূর্বাহ্ন
আপডেট : মে ০৫, ২০২১
১০:৪৪ পূর্বাহ্ন
শায়েস্তাগঞ্জে চোরাই গরুসহ তিন গরু চোরকে আটক করেছে পুলিশ।
জানা যায়, গতকাল মঙ্গলবার (৪ মে) রাত সাড়ে নয়টায় শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেবের নেতৃত্বে অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ থানার নুরপুর ইউনিয়নের সুতাং ব্রীজ থেকে চোরাইকৃত গরু ও তিন গরু চোরকে আটক করা হয়।
এ সময় গরু চুরি কাজে ব্যবহৃত একটি সবুজ রংয়ের সিএনজি অটোরিক্সা তাদের কাছ থেকে উদ্ধার করা হয়৷
আটককৃতরা হলো নবীগঞ্জ উপজেলার উমরপুর গ্রামের মো. জাকারিয়া (২০), মো. আলামিন মিয়া (২২) এবং চাঁনপুর গ্রামের মো সোহান মিয়া (১৯)।
এ নিয়ে জানতে চাইলে শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব বলেন, ‘এই সংক্রান্তে নিয়মিত মামলা রুজু পূর্বক গ্রেফতারকৃত আসামীদেরকে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।’
এস ডি/বি এন-১১