বড়লেখায় বোরো ধান সংগ্রহ শুরু

বড়লেখা প্রতিনিধি


মে ০৬, ২০২১
০৩:৩১ পূর্বাহ্ন


আপডেট : মে ০৬, ২০২১
০৩:৩১ পূর্বাহ্ন



বড়লেখায় বোরো ধান সংগ্রহ শুরু

মৌলভীবাজারের বড়লেখায় বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। বুধবার (৫ মে) দুপুরে ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। এ সময় ৩ জন কৃষক সরকারি মূল্যে ৬ মেট্রিক টন ধান বিক্রয় করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার ৫৩৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা খাদ্য বিভাগ। গত বছর বোরো ধান সংগ্রহের লক্ষমাত্রা ৪১৭ মেট্রিক টন নির্ধারণ করা হলেও সংগ্রহ করা হয়েছিল মাত্র ২২০ মেট্রিক টন। এবার ইতোমধ্যে উপজেলার হাকালুকি হাওরপাড়সহ বিভিন্ন এলাকায় ধান সংগ্রহে ব্যাপক প্রচার চালানো হয়।  

বুধবার উপজেলা খাদ্য কর্মকর্তা মোস্তাক আহমদের সভাপতিত্বে ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) আব্দুস শহীদ মাহবুবের পরিচালনায় ধান সংগ্রহ উপলক্ষে খাদ্য গুদাম প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও মো. শামীম আল ইমরান, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, কৃষি কর্মকর্তা দেবল সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুজ্জামান বিন হাফেজ প্রমুখ।

 

এজে/আরআর-০৬