নবীগঞ্জে যুবকের লাশ উদ্ধার

নবীগঞ্জ প্রতিনিধি


মে ০৫, ২০২১
০৪:৩৭ অপরাহ্ন


আপডেট : মে ০৫, ২০২১
০৪:৩৭ অপরাহ্ন



নবীগঞ্জে যুবকের লাশ উদ্ধার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের কামরাখাই গ্রামে জিতু মিয়া (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৫ মে) সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, জিতু মিয়া গতকাল মঙ্গলবার (৪ মে) সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন ওই রাতে অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাননি। পরে বুধবার সন্ধ্যায় কামরাখাই গ্রামে বাড়ির পাশের পুকুরপাড়ে তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। তারা থানায় খবর দিলে এসআই বিজয় দেবনাথসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

জানা গেছে, দুই সন্তানের জনক জিতু মিয়া কামরাখাই গ্রামের রোয়াইতুল্লার ছেলে। তার পরিবারের লোকজনের দাবি, জিতু মিয়া দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার এসআই বিজয় দেবনাথ।

 

এএম/আরআর-১০