বড়লেখায় বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

বড়লেখা প্রতিনিধি


মে ০৬, ২০২১
০৫:৫৮ পূর্বাহ্ন


আপডেট : মে ০৬, ২০২১
০৫:৫৮ পূর্বাহ্ন



বড়লেখায় বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাশিমপুরে নবপ্রতিষ্ঠিত সুজানগর ইউনিয়ন বালিকা উচ্চবিদ্যালয়ের পৃথক দু'টি একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৫ মে) বিকেলে প্রধান অতিথি হিসেবে ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

তিনতলা বিশিষ্ট একটি ভবনের অর্থায়ন ও বাস্তবায়ন করছে বদরুল ইসলাম ফাউন্ডেশন এবং অপর ভবনের অর্থায়ন ও বাস্তবায়ন করছেন কুয়েত প্রবাসী ব্যবসায়ী এনামুল হক।

ভবন নির্মাণ কাজের উদ্বোধনকালে অন্যদের মধ্যে ভূমি ও ভবনদাতা দুবাই প্রবাসী ব্যবসায়ী বদরুল ইসলাম, কুয়েত প্রবাসী এনামুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান ছাব্বির আহমদ, সাংবাদিক আব্দুর রব, স্কুলের ভূমিদাতা মুজিবুল ইসলাম তারেক, মাওলানা আব্দুল বাছিত, সমাজসেবক সমছ উদ্দিন, আব্দুল বাছিত, আজির উদ্দিন, তাজ উদ্দিন শেখ, সিরাজুল ইসলাম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এজে/আরআর-১১