নবীগঞ্জ প্রতিনিধি
মে ০৬, ২০২১
০৫:৩৩ অপরাহ্ন
আপডেট : মে ০৬, ২০২১
০৫:৩৩ অপরাহ্ন
হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে দু'টি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনার চারদিনের মাথায় আহত শরৎ দাশ অবশেষে মারা গেছেন। বৃহস্পতিবার (৬ মে) বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, গত রবিবার বিকেলে হবিগঞ্জ–নবীগঞ্জ সড়কের পূর্ব তিমিরপুর ব্রিকফিল্ডের সামনে দু’টি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় মুরাদপুর গ্রামের মৃত ছাওধন দাশের ছেলে শরৎ দাশ (৪৫) ও আলীপুর গ্রামের কবির মিয়ার ছেলে আব্দাল মিয়াকে (৬৫) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে গুরুতর আহত শরৎ দাশ চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার বিকেলে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
নিহত শরৎ দাশ দীর্ঘদিন যাবত নবীগঞ্জ বাজারস্থ কাশেম ক্লথ স্টোরে দর্জির কাজ করেছেন। মৃত্যুর পূর্বে খোকন ক্লথ স্টোরে একই কাজে নিয়োজিত ছিলেন তিনি করতেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শরৎ দাশের মৃতদেহ ময়নাতদন্ত শেষে তার বাড়িতে নিয়ে আসা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এএম/আরআর-০৭