শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
মে ০৭, ২০২১
০৫:৪৪ অপরাহ্ন
আপডেট : মে ০৭, ২০২১
০৫:৪৫ অপরাহ্ন
শামীম মিয়া
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছেন ব্যবসায়ী শামীম মিয়া (৩৮)। শুক্রবার (৭ মে) সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার পুরানবাজার বটেরতল গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত শামীম মিয়া উপজেলার উবাহাটা গ্রামের মো. রফিক মিয়ার ছেলে।
জানা গেছে, চুনারুঘাট থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী একটি মোটরসাইকেল ধাক্কা দেয় ব্যবসায়ী শামীম মিয়াকে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক আহত শামীমকে মুমূর্ষু অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি মৃত্যুবরণ করেন।
শায়েস্তাগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. তাহির মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এসডি/আরআর-০৮