দোয়ারাবাজার প্রতিনিধি
মে ০৮, ২০২১
০৬:০১ পূর্বাহ্ন
আপডেট : মে ০৮, ২০২১
০৬:০১ পূর্বাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ মে) উপজেলা সদরে ইফতারপূর্ব এক দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল বারী, উপজেলা যুবদলের আহ্বায়ক মাধব রায়, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক শামীম পাশা রিগেন, সহ-সাধারণ সম্পাদক হাবীবুর রহমান হাবীব ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শিহাব উদ্দিন। এছাড়াও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেক দল ও ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করেন এবং বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।
এইচএইচ/আরআর-১১