দিরাইয়ে আ.লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

দিরাই প্রতিনিধি


মে ০৮, ২০২১
০৬:০৮ পূর্বাহ্ন


আপডেট : মে ০৮, ২০২১
০৬:০৮ পূর্বাহ্ন



দিরাইয়ে আ.লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। দলে অনুপ্রবেশকারী ও বিগত পৌর নির্বাচনে নৌকার বিরোধীতাকারীসহ বিতর্কিত নেতাকর্মীদের বাদ দিয়ে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার (৬ মে) রাতে বাংলাদেশ আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের যৌথ স্বাক্ষরে দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুত কমিটি ঘোষণা করা হয়। 

এতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য আলতাব উদ্দীনকে আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। প্রথম যুগ্ম-আহ্বায়ক হিসেবে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ রায়। এছাড়া যুগ্ম-আহ্বায়ক হয়েছেন সিরাজ-উদ-দৌলা তালুকদার, অ্যাডভোকেট সোহেল আহমদ ও লুৎফুর রহমান এওর মিয়া।

কমিটির সদস্যরা হলেন- অ্যাডভোকেট অভিরাম তালুকদার, জগদীশ সামন্ত, মাহমুদুল হাসান চৌধুরী সিরাজ, মিলন মিয়া, শিবলী আহমদ বেগ, মকসদ আলম, রঞ্জিত রায়, সৌম্য চৌধুরী, গোলাপ মিয়া, হুমায়ুন রশিদ লাভলু, সমীরন সরকার, সুরত মিয়া, জাহিদ মিয়া, শৈলেন তালুকদার, শফিক মিয়া ও কুদ্দুস মিয়া।

জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান জানান, যেসব উপজেলায় কমিটির মেয়াদ উত্তীর্ন হয়েছে, সেসব উপজেলায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে পরিক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে বিতর্কিতদের বাদ দিয়ে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, শুক্রবার (৭ মে) এই সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের খবর তৃণমূল নেতাকর্মীদের কাছে পৌঁছালে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দিতে দেখা যায়।

 

এএইচ/আরআর-১২