হবিগঞ্জে আদালতের নথি চুরি, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


মে ০৮, ২০২১
১০:৪৩ পূর্বাহ্ন


আপডেট : মে ০৮, ২০২১
১০:৪৩ পূর্বাহ্ন



হবিগঞ্জে আদালতের নথি চুরি, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

আদালতের আইন অমান্য করে বেআইনিভাবে আসামীর দেয়া জবানবন্দির মুল কপি চুরি করে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা ও সামাজিক যোগাযোগের মাধ্যম হুবহু প্রকাশ করায় দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক সুশান্ত দাশ গুপ্ত, হবিগঞ্জ নিউজ টোয়েন্টিফোর ডট বিডি সামাজিক যোগাযোগ মাধ্যমের এডমিন/মোডারেটের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৬ মে) চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতের নাজির মোঃ শাকিল মিয়া সংশ্লিষ্ট আদালতের আদেশ প্রাপ্ত হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় এ মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, গত ২০ এপ্রিল হবিগঞ্জ সদর মডেল থানায় গ্রেফতার সোনাই মিয়া নামে এক ব্যক্তি ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দেন। পরে তা যথা নিয়মে আদালতে লিপিবদ্ধ হয়।

কিন্তু ২৯ এপ্রিল দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা ও হবিগঞ্জ নিউজ টোয়েন্টিফোর ডট বিডি- এর ফেসবুক পেইজে স্বীকারোক্তিমূলক জবানবন্দির মূল নথি হুবহু প্রকাশিত হয়।

যা  আইনের দৃষ্টিতে দণ্ডনীয় অপরাধ। পরে আদালতের আদেশ প্রাপ্ত হয়ে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির শাকিল মিয়া বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২/৩৫ ধারায় হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক ও হবিগঞ্জ নিউজ টোয়েন্টিফোর ডট বিডি ফেইসবুক পেইজের এডমিন/মডারেটরকে আসামী করা হয়। 

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী।

এস ডি/বি এন-০৮