বড়লেখায় অর্থ সহায়তা পেল ৩৫০ পরিবার

বড়লেখা প্রতিনিধি


মে ০৯, ২০২১
০৬:০৮ পূর্বাহ্ন


আপডেট : মে ০৯, ২০২১
০৬:০৮ পূর্বাহ্ন



বড়লেখায় অর্থ সহায়তা পেল ৩৫০ পরিবার

মৌলভীবাজারের বড়লেখায় যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদের স্বেচ্ছাসেবী সংগঠন বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র উদ্যোগে ৩৫০টি পরিবারকে মানবিক সহায়তার নগদ অর্থ প্রদান করা হয়েছে। প্রত্যেক পরিবারকে নগদ ১ হাজার টাকা করে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

এ উপলক্ষে শনিবার (৮ মে) দুপুরে বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতা করে বড়লেখা প্রেসক্লাব, বড়লেখা ব্লাড ডোনেট ক্লাব ও দুর্বার মুক্ত স্কাউট।

বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

ক্লাবের বড়লেখা প্রতিনিধি উপজেলা স্কাউটের যুগ্ম-সম্পাদক নাজিম উদ্দিন ও শিক্ষক বদরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান, প্রিজম ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. নজরুল ইসলাম, বড়লেখা উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, বড়লেখা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, সাবেক ফুটবলার শফিকুর রহমান, সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ, প্রভাষক এম এ হাছান, বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র সদস্য কামরুল ইসলাম প্রমুখ।

 

এজে/আরআর-০৮