নবীগঞ্জ প্রতিনিধি
মে ০৯, ২০২১
০৮:৪০ পূর্বাহ্ন
আপডেট : মে ০৯, ২০২১
০৮:৪০ পূর্বাহ্ন
প্রতিকী ছবি
নবীগঞ্জ শহরের নুরানী মার্কেটে এক নারী ক্রেতাকে বেধড়ক মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে।
এসময় ওই নারীর হাতের মোবাইল ও টাকা লুটপাট করে নিয়ে যায় দোকানের মালিক ও কর্মচারীরা।
এ ঘটনা জানাজানি হলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সুত্রে জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার ৫নং ওয়ার্ডের হরিপুর গ্রামের জনৈক নারী শহরের নুরানী মার্কেটে জাহাঙ্গীর ক্লথ ষ্টোর এ বাচ্চাদের ঈদের কাপড় কিনতে যান।
একটি জামা দোকানদার এক হাজার টাকা মুল্য দাবী করলে ওই নারী পাঁচশো টাকা দাম বলেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন ওই দোকানের মালিক জালাল মিয়া ও তার বাবা তাইদ মিয়া।
এ নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে দোকানের মালিক, আশপাশের অপর ব্যবসায়ী ও ওই দোকানের কর্মচারীরা ওই নারীকে মারতে শুরু করে ।
এক পর্যায়ে ওই নারীর কাপড় ধরে টানাটনি করে শ্লীলতাহানিসহ তার ব্যবহৃত মোবাইল ফোন ও সাথে থাকা টাকা ছিনিয়ে নেয় মার্কেটের ব্যবসায়ীরা।
খবর পেয়ে ওই নারীর স্বজনরা ওই মার্কেটে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। আশপাশের লোকজন তাদেরকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের ঘটনা সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
উল্লেখ্য, উক্ত জাহাঙ্গীর ক্লথ ষ্টোর এর মালিক উপজেলার বাউসা ইউপির হরিধরপুর গ্রামের তাইদ মিয়ার ছেলে জালাল মিয়া।
মারপিটের ঘটনায় জড়িত অপর ব্যবসায়ীদের নাম জানা যায়নি। উক্ত বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ্ত কামনা করছেন ভুক্তভোগী ওই নারী।
এ এইচ/বি এন -০১