বড়লেখা প্রতিনিধি
মে ১০, ২০২১
০৫:১৬ পূর্বাহ্ন
আপডেট : মে ১০, ২০২১
০৫:১৬ পূর্বাহ্ন
মৌলভীবাজারের বড়লেখায় ঈদ উপহার হিসেবে যুক্তরাজ্য প্রবাসী জাকির হোসেন জুমনের উদ্যোগে ১০০ জন মুক্তিযোদ্ধার মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (৯ মে) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের কার্যালয়ে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ৩ কেজি পেঁয়াজ, ২ কেজি ডাল, ১ লিটার তেল ও ১ প্যাকেট সেমাই দেওয়া হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ সিরাজ উদ্দিন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব শুভাশিষ দে শুভ্র'র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন, এখলাছুর রহমান, ফনি চন্দ্র শীল, কলেজ শিক্ষক বদরুল ইসলাম মনু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ বাদশা, উপজেলা ছাত্রলীগের নেতা ছিদ্রাতুল কাদের আবির প্রমুখ।
এজে/আরআর-০৭