ধর্মপাশা প্রতিনিধি
মে ১০, ২০২১
০৫:৩৩ পূর্বাহ্ন
আপডেট : মে ১০, ২০২১
০৫:৩৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুণ্ডা বাজারের ব্যবসায়ী ও পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ২০০ জন রোজাদার মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।
রবিবার (৯ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মধ্যনগর থানা ছাত্রলীগের একাংশের সভাপতি জাহাঙ্গীর আলম খানের পক্ষ থেকে এ ইফতার বিতরণের আয়োজন করা হয়।
এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান আহমেদ কাঞ্চন, সহ-সভাপতি রবিউস সানি মিশু, যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন খোকা, ক্রীড়া সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বি, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য আরিফুল ইসলাম প্রমুখ।
এসএ/আরআর-১০