সিলেট মিরর ডেস্ক
মে ১০, ২০২১
০৯:৪৭ পূর্বাহ্ন
আপডেট : মে ১০, ২০২১
০৯:৪৭ পূর্বাহ্ন
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মরহুম আমির আলী চৌধুরীর পরিবারের পক্ষ বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নের দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (০৯ মে) দুপুরে স্থানীয় উপজেলা পরিষদ চত্তরে গোলবৃত্ত এঁকে সম্পূর্ন স্বাস্থ্যবিধি মেনে ৫ শতাধিক নারী পুরুষের মাঝে উপহার সামগ্রীগুলো বণ্ঠন করেন তার পুত্র উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, বানিয়াচং উপজেলা প্রেসক্লব সভাপতি এস এম খোকন, ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ ফুল মিয়া, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, রিপোর্টার্স ইউনিটির সভপাতি জীবন আহমেদ লিটন, মডেল প্রেসক্লাবের সেক্রেটারী শিব্বির আহমেদ আরজু, যুবলীগ নেতা ছায়েব আলী, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি হাবিবুর রহমান চৌধুরী প্রমুখ।
এর পূর্বে সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ১০ নং সুবিদপুর ইউনিয়নের ৪ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী উপহার দেন। আবুল কাশেম চৌধুরী বলেন, ঈদের আগেই উপজেলার প্রতিটি ইউনিয়নে মোট ২ হাজার পরিবারকে ঈদ সামগ্রী তেল,পেয়াজ, চিনি,ময়দা,সেমাই,নুডুলস পৌঁছে দেওয়া হবে।
বি এন-০৮