জুড়ীতে 'ফ্রি সবজি বাজার'

জুড়ী প্রতিনিধি


মে ১১, ২০২১
০৬:০৯ পূর্বাহ্ন


আপডেট : মে ১১, ২০২১
০৬:০৯ পূর্বাহ্ন



জুড়ীতে 'ফ্রি সবজি বাজার'

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশে চলছে 'লকডাউন'। 'লকডাউনে' স্বাভাবিক আয়-রোজগার বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন দিনমজুর, শ্রমিক ও নিম্ন আয়ের মানুষজন। পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারের পাশাপাশি হতদরিদ্রদের সহায়তায় এগিয়ে আসছেন অনেকেই। এরই ধারাবাহিকতায় এবার মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বাজার বসিয়ে হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে। 

সোমবার (১০ মে) উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদরাসা মাঠে আল-ইখওয়ান সমাজ কল্যাণ সংস্থার সদস্য, প্রবাসী এবং এলাকাবাসীর অর্থায়নে সুবিধাবঞ্চিত মানুষের জন্য 'ফ্রি সবজি বাজার' এর আয়োজন করা হয়।

পবিত্র রমজানের শেষ মুহূর্তে ঈদুল ফিতরকে সামনে রেখে এ সংকটময় মুহূর্তে দুস্থ ও অসহায়রা এখান থেকে বিনামূল্যে সবজি ও নিত্যপণ্য পেয়ে আনন্দ প্রকাশ করেছেন। সংগঠনের ব্যতিক্রমধর্মী উদ্যোগ ফ্রি সবজি বাজারকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অভিনন্দন জানিয়েছেন।

বিনামূল্যে সবজি নিতে আসা বড়ধামাই গ্রামের হতদরিদ্র ইসলাম উদ্দিন (৪৫) বলেন, ফ্রি সবজি বাজার থেকে সবজি, ডিম ও মুরগী পেয়ে আমরা খুবই খুশি। এই মুহূর্তে এসব খাবার বিনামূল্যে দেওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে।

নয়াবাজার আল-ইখওয়ান সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন বলেন, আমরা হতদরিদ্রদের মধ্যে ডিম, টমেটো, আলু, ঢেঁড়স, কাঁচা মরিচ, বেগুন, কুমড়া, মুরগী ইত্যাদি বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করেছি। আগামীতেও আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, লকডাউন চলাকালীন সময়ে গত বছর এবং এ বছর আমাদের সংগঠনের পক্ষ থেকে চাল, ডাল, তেলসহ অনেক নিত্যপণ্য বিতরণ করেছি। এখন ঈদকে সামনে রেখে শাক-সবজি ও নিত্যপণ্য দরিদ্রদের মাঝে বিনামূল্যে বিতরণ করার ব্যবস্থা করেছি।

সংগঠনের সভাপতি আশরাফুজ্জামান রিশাদ বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কর্মহীন মানুষেরা খাবারের সংকটে পড়েছেন। এ কারণে বিনামূল্যে সবজির বাজার থেকে প্রায় ৩ শতাধিক দরিদ্র মানুষকে ইচ্ছামতো সবজি ও নিত্যপণ্য দেওয়া হয়েছে। এতে আমাদেরকে এলাকাবাসীসহ প্রবাসীরা সহযোগিতা করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন, নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল ও অত্র সংগঠনের উপদেষ্টা মাওলানা লিয়াকত আলী খান, সংগঠনের সহকারী পরিচালক নাসির উদ্দিনসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।

 

এইচআর/আরআর-০৭