কুলাউড়া প্রতিনিধি
মে ১২, ২০২১
০৫:৫৮ পূর্বাহ্ন
আপডেট : মে ১২, ২০২১
০৫:৫৮ পূর্বাহ্ন
মৌলভীবাজার-কুলাউড়া সড়কের ব্রাহ্মণবাজার এলাকায় ফানাই নদীর কাছে মঙ্গলবার (১১ মে) ভোরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আসুক (৩৮) নামের যুক্তরাজ্য প্রবাসী এক যুবক। নিহত আসুক পার্শ্ববর্তী জুড়ী উপজেলার বেলাগাঁও গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সকাল আনুমানিক ৭টায় ঢাকা থেকে ছেড়ে আসা জুড়ীগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে কারের যাত্রী আসুক মিয়া গুরুতর আহত হন। দ্রুত তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আসুকের পারিবারিক সূত্রে জানা যায়, আসুক যুক্তরাজ্য প্রবাসী। সম্প্রতি তিনি দেশে আসেন। তার দুবাই প্রবাসী এক ভাই দেশে এলে তাকে নিয়ে আসতে প্রাইভেটকারযোগে ঢাকায় যান আসুক। ভাইকে নিয়ে ফেরার পথে প্রাইভেটকারের ড্রাইভার ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, দুর্ঘটনায় আহত আসুককে দ্রুত মৌলভীবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেএইচ/আরআর-০৪