নবীগঞ্জে অগ্নিকাণ্ড, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

নবীগঞ্জ প্রতিনিধি


মে ১২, ২০২১
০২:২৮ পূর্বাহ্ন


আপডেট : মে ১২, ২০২১
০২:২৮ পূর্বাহ্ন



নবীগঞ্জে অগ্নিকাণ্ড, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

হবিগঞ্জের নবীগঞ্জ শহরের জেলা পরিষদের নবীগঞ্জ ডাকবাংলোর বিপরীত দিকে অবস্থিত মৌলানা বেকারিতে আগুন লেগে বেকারির ৪টি মেশিনসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১১ মে) সকাল সোয়া ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় নবীগঞ্জ থানার একদল পুলিশও ঘটনাস্থলে আসে। এ ঘটনায় প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের ৭ নম্বর তালসুল পূর্ব ইউনিয়নের সুনাশাহ গ্রামের বাসিন্দা (বর্তমানে নবীগঞ্জের চরগাঁও গ্রামের বাসিন্দা) মো. আলেক মিয়া উল্লেখিত জায়গায় প্রায় ১২/১৩ বছর ধরে সুনামের সঙ্গে বেকারি ব্যবসা পরিচালনা করে আসছেন। আলেক মিয়া মঙ্গলবার ভোর রাতে সেহরি খাওয়া শেষে ফজরের নামাজ পড়ে বাসায় চলে যান। সকাল সোয়া ৭টার দিকে বেকারির চুলার আগুন পুরো বেকারিতে ছড়িয়ে পড়লে দোকান কর্মচারীরা চিৎকার শুরু করেন। আশপাশের লোকজন এসে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরবর্তীতে খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই সম্রাট আহমেদের নেতৃত্বে একদল পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

 

এএম/আরআর-০৯