শ্রীমঙ্গল প্রতিনিধি
মে ১৩, ২০২১
০৩:১২ পূর্বাহ্ন
আপডেট : মে ১৩, ২০২১
০৩:১৩ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের মন্দিরগাঁও গ্রামে তরকারিতে ব্যাবহারের ভেজাল মসল্লা ও বিভিন্ন ভেজাল পণ্য উৎপাদনের কারখানায় অভিযান চালিয়েছে ৫৫ বর্ডার গার্ড (বিজিবি)।
আজ বুধবার (১২ মে) গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি'র এডি নাসির উদ্দিন চৌধুরী ও শ্রীমঙ্গল উপজেলা সহকারী নির্বাহী কর্মকর্তা (ভূমি) নেছার আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভেজাল পণ্য উৎপাদনের কারখানায় অভিযান চালায় ৫৫ বিজিবি'র সদস্যরা।
এ সময় ধনিয়া গুড়া ২৯৩ কেজি, হলুদের গুড়া ৮ বস্তা, ৬৬ কেজি মরিচের গুড়া, ৪৯ কেজি কাঠের গুড়া, ক্যামিক্যাল বিভিন্ন প্রকার রং ৯ কেজি এবং ১টি মটরসহ বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধার সহ কারখানার মালিক মলয়কে (৪০) আটক করে বিজিবি।
এ বিষয়ে ৫৫ বিজিবি'র এডি নাসির উদ্দিন চৌধুরী বলেন,এব্যাপারে শ্রীমঙ্গল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।আমরা জেনেছি আটককৃত ব্যাক্তি মলয় ছাড়াও ভেজাল পণ্য উৎপাদনের এই কারখানার সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজন রয়েছেন। তাদেরকে ৫৫ বিজিবি এবং পুলিশ গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
জিকে/আরসি-১৮