মৌলভীবাজারের যে এলাকায় আজ ঈদ পালিত

সিলেট মিরর ডেস্ক


মে ১৩, ২০২১
০৮:০৬ অপরাহ্ন


আপডেট : মে ১৩, ২০২১
০৮:০৭ অপরাহ্ন



মৌলভীবাজারের যে এলাকায় আজ ঈদ পালিত

-সংগৃহীত

প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। এবারও বিভিন্ন এলাকায় ঈদ উদযাপিত হচ্ছে। এলাকাগুলোর মধ্যে সিলেট বিভাগের জেলা মৌলভীবাজারও রয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ মে) সকালে মৌলভীবাজারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার জেলার শতাধিক পরিবার আজ ঈদের নামাজ আদায় করেছেন। সকাল ৭টার দিকে মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামের বাসার ছাদে ঈদের এই জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন আবদুল মাওফিক চৌধুরী। নামাজ শেষে দেশ-জাতির কল্যাণসহ ফিলিস্তিনের মুসলমানের জন্য দোয়া করা হয়।

মির্জাপুর জামে মসজিদে ঈদের জামাতের ইমাম মাওলানা দেলোয়ার হোসেন কাজী বলেন, সৌদি আরবের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র তিন ঘণ্টা। আর তিন ঘণ্টার কারণে পুরো দিনকে পাথর্ক্য করতে পারে না। তাই আমরা ঈদের নামাজ আদায় করলাম সৌদি আরবের সঙ্গে মিল রেখে। ১৯৯৭ সাল থেকে এভাবে নামাজ আদায়ের পরিকল্পনা থাকলেও ২০১৩ সাল থেকেই আমরা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করছি। বিগত বছরের তুলনায় এবারের জামাতে মুসল্লি উপস্থিতি বেশি হয়েছে।

আরসি-০৫