শায়েস্তাগঞ্জে কখন, কোথায় ঈদের জামাত

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


মে ১৩, ২০২১
০৯:৩২ অপরাহ্ন


আপডেট : মে ১৩, ২০২১
০৯:৩৩ অপরাহ্ন



শায়েস্তাগঞ্জে কখন, কোথায় ঈদের জামাত

এক মাস সিয়াম সাধনার পর এসেছে পবিত্র ঈদুল ফিতর। করোনা মহামারিকালে নিষেধাজ্ঞার কারণে সারা দেশের ন্যায় শায়েস্তাগঞ্জেও এবার উন্মুক্ত স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে না। এর ফলে প্রতিবারের মতো এবার শায়েস্তাগঞ্জে ঈদগাহ মাঠে ঈদের  জামাত অনুষ্ঠিত হবে না। তবে নিরাপদে সামাজিক দূরত্ব বজায় রেখে পাড়া-মহল্লার মসজিদে ঈদ জামাতের অনুমতি রয়েছে। শায়েস্তাগঞ্জের বেশিরভাগ মসজিদেই শুক্রবার (১৪ মে) ঈদের জামাত সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে। যেখানে মুসল্লী বেশি, জায়গা কম সেইখানে ঈদের একাধিক জামাত হওয়ার কথা রয়েছে।

শায়েস্তাগঞ্জে রেলওয়ে পার্কিং জামে মসজিদে ঈদের ১ম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে নয়টায়, এছাড়া শায়েস্তাগঞ্জ কুতুবেরচক জামে মসজিদে ঈদের জামাত  সকাল ৯ টায়, মহলুল সুনাম জামে মসজিদে ঈদের জামাত সকাল ৯ টায়, সুরাবই জামে মসজিদে ও ঈদের জামাত সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে।

আগামীকাল শুক্রবার (১৪ মে) সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে। স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর থাকবে না কোলাকুলি, ফলে এবারো স্বাস্থ্যবিধি মেনে ভিন্ন আমেজে শায়েস্তাগঞ্জে উদযাপন হবে ঈদ।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব জানান, ইদুল ফিতর উপলক্ষে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ সব সময় সতর্ক রয়েছে। এবার ঈদের নামাজ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে মসজিদেই আদায় করতে হবে।

এএইচএম/বিএ-০৪