বড়লেখায় পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

বড়লেখা প্রতিনিধি


মে ১৭, ২০২১
০১:৪৩ পূর্বাহ্ন


আপডেট : মে ১৭, ২০২১
০১:৪৩ পূর্বাহ্ন



বড়লেখায় পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

মৌলভীবাজারের বড়লেখায় পুকুর থেকে জিনুতি বেগম (৬০) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ মে) রাত ৮টার দিকে বড়লেখা পৌরসভার মুছেগুল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জিনুতি বেগম পুকুরের পানিতে ডুবে মারা গেছেন।

জিনুতি বেগম বড়লেখা পৌরসভার মুছেগুল গ্রামের মৃত কুরবান আলীর মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে ভাইপো লোকমান হোসেনের বাড়িতে বসবাস করছিলেন।   

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিনুতি বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। শনিবার সন্ধ্যায় তিনি একা বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাননি। রাত ৮টার দিকে বাড়ির পাশের পুকুরে তার লাশ ভেসে ওঠে। স্থানীয়ভাবে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে।

বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহেদ আহমদ রবিবার (১৬ মে) বিকেল সাড়ে ৩টায় বলেন, জিনুতি বেগমের স্বজনরা জানিয়েছেন তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এছাড়া তিনি কানেও কম শোনেন। তিনি প্রতিদিন সন্ধ্যার দিকে গোসল করতেন। শনিবার সন্ধ্যায় পুকুরে গোসল করতে গিয়ে বাড়িতে ফেরেননি। পরে পুকুরে তার লাশ ভেসে ওঠে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুকুরের পানিতে ডুবেই তিনি মারা গেছেন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

এজে/আরআর-০১