বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত মা-ছেলেসহ তিনজন

জগন্নাথপুর প্রতিনিধি


মে ১৬, ২০২১
০৯:৫৫ অপরাহ্ন


আপডেট : মে ১৬, ২০২১
১১:৩০ অপরাহ্ন



বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত মা-ছেলেসহ তিনজন

সুনামগঞ্জের জগন্নাথপুরে একদিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার (১৫ মে) পৃথক ঘটনায় এসব মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের কাঁচা রবি দাসের স্ত্রী চানমতি রবি দাস (৪৫), তার ছেলে অরুন রবি দাস (১১) ও উপজেলার কলকলিয়া ইউনিয়নের এরালিয়া মোহাম্মদপুর গ্রামের ময়না মিয়া (৬৫)।

জানা গেছে, উপজেলার কুবাজপুর গ্রামে গতকাল শনিবার রাতে বিদ্যুতের সার্ভিস লাইনের তার ছিঁড়ে একটি ডোবার পানিতে পড়ে। রবিবার সকালে কাঁচা রবি দাসের ছেলে অরুন রবি দাস জাল নিয়ে বাড়ির পাশের ওই ডোবায় মাছ ধরতে যায়। এ সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দিলে বাড়ির সামনে থাকা তার মা চানমতি দাস ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু'জনকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে, উপজেলার এরালিয়া মোহাম্মদপুর গ্রামে বসতঘরের বিদ্যুতের সুইচবোর্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ময়না মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ রবিবার মারা গেছেন। 

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. নাজমুল সাদাত বলেন, বিদ্যুৎস্পৃষ্ট তিনজন হাসপাতালে আসার পূর্বেই মারা গেছেন। 

জগন্নাথপুর থানার উপ-পরির্দশক (এসআই) মির্জা শাখাওয়াত রবিবার বিকেলে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেছেন।

 

এএ/আরআর-০২