তাহিরপুর প্রতিনিধি
মে ১৭, ২০২১
০৩:৫২ পূর্বাহ্ন
আপডেট : মে ১৭, ২০২১
০৩:৫২ পূর্বাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে এক ব্যক্তিকে ফিরতে হয়েছে লাশ হয়ে। রবিবার (১৬ মে) সকালে রক্তি নদীতে গোসল করতে গিয়ে মারা যান তিনি। বিকেলে খবর পেয়ে সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে রক্তি নদী থেকে তার লাশ উদ্ধার করেন।
নিহত ব্যক্তির নাম সাব্বির আহমদ মিসকান (৪০)। তিনি উপজেলা রিসোর্স সেন্টারে (ইউআরসি) মাস্টার রোলের কর্মচারী হিসেবে অফিস সহায়কের কাজ করতেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের নিদান আহমদের ছেলে।
নিহতের স্বজনরা জানান, ঈদ উপলক্ষে গতকাল শনিবার শ্বশুরবাড়ি পুরান বারুঙ্কা গ্রামে বেড়াতে যান সাব্বির। রবিবার সকালে শ্বশুরবাড়ির অদূরে রক্তি নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যান তিনি। তিনি অনেকদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এএইচ/আরআর-০৩