আর্চারি বিশ্বকাপে নজর কাড়তে পারেন রোমান সানা

সিলেট মিরর ডেস্ক


মে ১৭, ২০২১
০৩:০০ পূর্বাহ্ন


আপডেট : মে ১৭, ২০২১
০৩:০০ পূর্বাহ্ন



আর্চারি বিশ্বকাপে নজর কাড়তে পারেন রোমান সানা

 

দুই বছর আগে নেদারল্যান্ডসে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে সবাইকে চমকে দিয়েছিলেন রোমান সানা। সর্বশেষ ২০১৯ সালের ডিসেম্বরে রোমান খেলেছেন নেপালের পোখারায় দক্ষিণ এশিয়ান গেমসে। যেখানে বাংলাদেশ দল গড়েছিল ‘পারফেক্ট টেন’ রেকর্ডের বিরল কীর্তি, রোমান জেতেন রিকার্ভের এককে সোনা। প্রায় দেড় বছর পর আরেকটি আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে গতকাল রবিবার সকালে সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছে আট সদস্যের বাংলাদেশ দল।

আজ সোমবার থেকে সুইজারল্যান্ডের লুজান শহরে শুরু হবে আর্চারি বিশ্বকাপ। ৩৫ দেশের ২৩৫ জন তিরন্দাজ অংশ নেবেন এবারের বিশ্বকাপে। টুর্নামেন্ট শুরুর আগে আন্তর্জাতিক আর্চারি ফেডারেশন বেছে নিয়েছে পাঁচ তিরন্দাজকে, যাঁরা এবারের বিশ্বকাপে আলাদাভাবে নজর কাড়তে পারেন। বেছে নেওয়া তিরন্দাজদের তালিকায় সবার ওপরেই আছেন বাংলাদেশের রোমান। দুইয়ে আছেন এস্তোনিয়ার মেয়েদের কম্পাউন্ড ইভেন্টের তিরন্দাজ লিজেল জাতমা। তিনে যুক্তরাজ্যের জেসিকা স্ট্রেটন। চারে ইরানের জাহরা নেমাতি ও পাঁচে আছেন ইতালির নেসপোলি।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ের বর্তমানে তিনে আছেন নেসপোলি। র‌্যাঙ্কিংয়ের নবম স্থানে রোমান। রিকার্ভের অন্যতম সেরা তিরন্দাজ নেসপোলি জিতেছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা। সেই নেসপোলিকে হারিয়েছেন রোমান। সেই কারণেই কিনা ২৫ বছর বয়সী রোমানকে সম্ভাব্য পদকজয়ীদের তালিকায় বেছে নিয়েছে বিশ্ব আর্চারি ফেডারেশন। ওয়েবসাইটটি লিখেছে, বিশ্বকাপটা হতে পারে রোমানের জন্য বড় পরীক্ষার মঞ্চ। এখানেই তাকে প্রমাণ করতে হবে আসলেই নেদারল্যান্ডসে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জেতাটা কোনো অঘটন ছিল না। আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক সাফল্য পেতেই যে এসেছেন রোমান, সেটা জানিয়ে দেওয়ার আরেকটা প্ল্যাটফর্ম হতে পারে সুইজারল্যান্ডের বিশ্বকাপ। 

আজ মূল ভেন্যুতে অনুশীলন করবেন রোমানরা। পরশু হবে র‌্যাঙ্কিং রাউন্ড। ১৯ মে শুরু হবে রিকার্ভ ও কম্পাউন্ড বিভাগের একক ইভেন্টের এলিমিনেশন রাউন্ড। ২০ মে শুরু দলগত ইভেন্টের লড়াই।

এএন/০২