রোম মাস্টার্স কাপ চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল

সিলেট মিরর ডেস্ক


মে ১৭, ২০২১
০৫:৩৭ পূর্বাহ্ন


আপডেট : মে ১৭, ২০২১
০৫:৩৮ পূর্বাহ্ন



রোম মাস্টার্স কাপ চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল

 

রোম মাস্টার্স কাপ জিতে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডে আরেক কিংবদন্তি রজার ফেদেরারের পাশে বসলেন রাফায়েল নাদাল। রবিবার রাতে অনুষ্ঠিত ফাইনালে পুরুষ টেনিসের এক নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচকে হারিয়ে চ্যাম্পিয়ন হন স্প্যানিশ মহাতারকা।

রোম মাস্টার্স হিসেবে পরিচিত ইতালিয়ান ওপেন জিতলেন ১০ম বারের মতো। তাতে এটিপির ১০০০ মাস্টার্স জয়ে জোকোভিচের রেকর্ডে ভাগ বসালেন নাদাল। মর্যাদায় গ্র্যান্ড স্লামের ঠিক পরেই থাকা মাস্টার্স টুর্নামেন্ট দুজন জিতেছেন ৩৬টি করে।

নাদাল–জোকোভিচের ৫৭তম লড়াইয়ে নাদাল জিতেছেন ৭–৫, ১–৬, ৬–৩ গেমে। প্রবল প্রতদ্বন্দ্বীর বিপক্ষে টানা দুই ম্যাচ জেতার পরও অবশ্য ২৯–২৮ ম্যাচে পিছিয়ে আছেন নাদাল। ২০০৫ সালে প্রথম রোমে ট্রফি জিততে নাদালের কোরেয়াকে হারাতে পাঁচ ঘণ্টা লেগেছিল। রোম মাস্টার্সের শেষ ১৭ আসরের ১৫টিতেই চ্যাম্পিয়ন হন নাদাল বা জোকোভিচ। শিরোপা জেতায় ১০–৫ ব্যবধানে এগিয়ে থাকা নাদাল রোমের ফাইনালেও এগিয়ে জোকোভিচের বিপক্ষে।

এএন/০৫