সাংবাদিক রোজিনার মুক্তি চায় কোম্পানীগঞ্জ প্রেসক্লাব

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


মে ১৮, ২০২১
১০:১৯ অপরাহ্ন


আপডেট : মে ১৮, ২০২১
১০:১৯ অপরাহ্ন



সাংবাদিক রোজিনার মুক্তি চায় কোম্পানীগঞ্জ প্রেসক্লাব

প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেছে কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব। মঙ্গলবার (১৮ মে) দুপুরে এক বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ এ দাবি জানান।

বিবৃতিতে তারা উল্লেখ করেন, পেশাগত দায়িত্বপালনকালে একজন সাংবাদিককে ঘণ্টার পর ঘণ্টা আটকে রেখে নির্যাতন ও হেনস্তা করে পরবর্তীতে পুলিশে সোপর্দ করা হয়েছে, যা মুক্ত ও অবাধ তথ্যচর্চার অন্তরায়। 

তারা বলেন, একজন স্বচ্ছ ও দক্ষ সাংবাদিকের সঙ্গে এমন আচরণ সাংবাদিক সমাজকে ভাবিয়ে তুলেছে। অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে বা যারা এ ন্যাক্কারজনক ঘটনায় জড়িত, তাদের শাস্তির আওতায় আনার জোর দাবি জানান তারা। 

বিবৃতিদাতারা হলেন- কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি অ্যাডভোকেট ইসরাফিল আলী, মাসুক রানা, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ সাইফুর রহমান, নির্বাহী সদস্য মীর আল মমীন, সোহরাব আহমদ, কবির আহমদ, এখলাস আলী, কবির মিয়া, মোস্তাক আহমদ রনি, জাহিদ হাসান প্রমুখ।

 

এমকে/আরআর-১০