তফসিল ঘোষণা, শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ১৬, ২০২৫
০৭:৩৩ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১৬, ২০২৫
০৭:৩৪ অপরাহ্ন



তফসিল ঘোষণা, শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) এবং হল সংসদ নির্বাচনের  তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষণা অনুযায়ী আগামী ১৭ ডিসেম্বর শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার (১৬ নভেম্বর) বিকেলে বিদ্যালয়ের আইইআর ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোমেন সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোমেন স্বাক্ষর তফসিল অনুযায়ী, আগামী ২০ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ২২ ও ২৩ নভেম্বর  ভোটার তালিকা সংশোধনের আবেদন ও আপত্তি গ্রহণ করা হবে। পর্যালোচনা শেষে ২৪ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

তফসিলে বলা হয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ শেষে প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র জমা নেওয়া হবে ২৬ ও ২৭ নভেম্বর পর্যন্ত। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে ২৮ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর। এছাড়াও প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার, আপিল গ্রহণ ও নিষ্পত্তি শেষে ২ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আগামী ১৭ ডিসেম্বর সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে প্রক্টরিয়াল বডির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। দীর্ঘ ২৮ বছর পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে শাকসু নির্বাচন। 



এএফ/০৮