নবীগঞ্জে বজ্রপাতে শিশুর মৃত্যু

নবীগঞ্জ প্রতিনিধি


মে ১৮, ২০২১
০৮:১৮ অপরাহ্ন


আপডেট : মে ১৮, ২০২১
০৮:১৮ অপরাহ্ন



নবীগঞ্জে বজ্রপাতে শিশুর মৃত্যু

হবিগঞ্জের নবীগঞ্জে বজ্রপাতে নাছির মিয়া নামে ১০ বছরের এক শিশু মারা গেছে। এ ঘটনায় তার ভাই ফয়সল মিয়া (১৬) গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত নাছির মিয়া ও ফয়সল মিয়া নবীগঞ্জ উপজেলার ছোট আলীপুর গ্রামের ইসমাইল মিয়ার পুত্র।

সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ মে) বিকাল ৩ টার দিকে স্থানীয় বেতুয়ার হাওরে নাছির ও তার ভাই ফয়সল মাছ ধরতে গেলে বজ্রপাতে নাছির মিয়া ঘটনাস্থলেই মারা যায় এবং তার ভাই ফয়সল মিয়া গুরুতর আহত হয়। গুরুতর আহত ফয়সল মিয়াকে হবিগঞ্জ সদর  আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশের একদল সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল তৈরী করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ময়নাতদন্ত ছাড়াই নাছিরের লাশ তার পরিবারের কাছে হস্তান্তরের দাবী করেছে তার পরিবার।

এএম/বিএ-০২