সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে কমলগঞ্জে মানববন্ধন

কমলগঞ্জ প্রতিনিধি


মে ১৯, ২০২১
১১:৪৮ অপরাহ্ন


আপডেট : মে ১৯, ২০২১
১১:৪৮ অপরাহ্ন



সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে কমলগঞ্জে মানববন্ধন

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা, শারীরিকভাবে লাঞ্ছিত করা, মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মে) দুপুর ১২টায় উপজেলার চৌমুহনার ময়না চত্বরে কমলগঞ্জের সাংবাদিক সমাজের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

প্রথম আলোর কমলগঞ্জ প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জুর সভাপতিত্বে ও কমলগঞ্জ প্রেসক্লাবের একাংশের সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিনের কমলগঞ্জ প্রতিনিধি সাজিদুর রহমান সাজুর সঞ্চালনায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন, কমলগঞ্জ প্রেসক্লাবের অপরাংশের সভাপতি বিশ্বজিৎ রায়, সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট মো. সানোয়ার হোসেন, সিনিয়র সাংবাদিক কবি শহীদ সাগ্নিক, সাংবাদিক শাহীন আহমেদ, কমলগঞ্জ রিপোটার্স ইউনিটের সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ প্রমুখ।

মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে আরও বক্তব্য দেন একুশে টিভির স্টাফ রিপোর্টার মানিক শিকদার ও মাসুমা লিছা। এ সময় সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এসডি/আরআর-০৩