শ্রীমঙ্গলে ইসরায়েলবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি


মে ২০, ২০২১
১২:০৭ পূর্বাহ্ন


আপডেট : মে ২০, ২০২১
১২:০৭ পূর্বাহ্ন



শ্রীমঙ্গলে ইসরায়েলবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মে) সকাল ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে বাংলাদেশ মুসলিম যুব ঐক্য পরিষদের ব্যানারে অনুষ্ঠি এ সমাবেশ থেকে ফিলিস্তিনে চলমান ইসরায়েলের হামলার প্রতিবাদ জানানো হয়।

মার্শেদ আলম চৌধুরীর সঞ্চালনায় ও মো. আশরাফুল খান রুয়েলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, সিরাজনগর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মুফতি শেখ শিব্বির আহমদ, এম মুহিবুর রহমান মুহিব, মাওলানা এম এ রহিম নোমানী, দেলোয়ার হোসেন, ডা. মামুনুর রশিদ, ফারুক হোসেন, ইয়াসিন তালুকদার, আবু হানিফ, ইউসুফ আহমেদ, কামরুল হাসান, মিজানুর রহমান, সাংবাদিক রুবেল আহমেদ প্রমুখ।

এ সময় বক্তারা ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থন ব্যক্ত করে ইসরায়েলের আগ্রাসন বন্ধের উদ্যোগ নিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান।

 

জিকে/আরআর-০৪