জুড়ী প্রতিনিধি
মে ২০, ২০২১
০১:৫৫ পূর্বাহ্ন
আপডেট : মে ২০, ২০২১
০১:৫৫ পূর্বাহ্ন
দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্বপালনের সময় সচিবালয়ে আটকে রেখে হেনস্তার প্রতিবাদ এবং মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তি ও নির্যাতনকারীদের শাস্তির দাবিতে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় কর্মরত সাংবাদিকরা প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।
বুধবার (১৯ মে) দুপুর ১২টায় উপজেলার বীর মুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্বরে (চৌমুহনীতে) দৈনিক প্রথম আলোর প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পুর সভাপতিত্বে ও দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি সাইফুল ইসলাম সুমনের পরিচালনায় মুখে কালো পতাকা বেঁধে সাংবাদিকরা প্রতিবাদ করেন।
এ সময় সাংবাদিকরা বলেন, সচিবালয়ের ভেতরে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনায় নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
সাংবাদিকরা আরও বলেন, পেশাগত দায়িত্বপালনের সময় আটকে রাখা, হেনস্তা করা, চিকিৎসার সুযোগ না দিয়ে থানায় হস্তান্তর করার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুন্ন করা হয়েছে। নির্যাতন করে সাংবাদিকদের দমিয়ে রাখা যাবে না। অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে দ্রুত নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, সমাজসেবক হাবিবুর রহমান, আমার দেশ'র প্রতিনিধি হারিস মোহাম্মদ, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি ইমরানুল ইসলাম, দৈনিক জৈন্তাবার্তার প্রতিনিধি প্রভাষক জহিরুল ইসলাম সরকার, দৈনিক সকালের সময়'র প্রতিনিধি মনিরুল ইসলাম, সিলেট মিরর'র প্রতিনিধি হাবিবুর রহমান খান, প্রভাত টিভি'র সম্পাদক ইকবাল খান, রাইজিং বিডির জেলা প্রতিনিধি সাইফুল্লাহ হাসান, সিলেট বিডি নিউজের জুড়ী প্রতিনিধি মুহিবুর রহমান, প্রভাত টিভি'র সহকারী পরিচালক মাজহারুল ইসলাম তামিম, ফটো সাংবাদিক খোরশেদ আলম, সাংবাদিক আবিদ হোসাইন প্রমুখ।
এইচআর/আরআর-১১